Thursday, June 23, 2011

ধৈর্য্য ও নামাযের মাধ্যমে আল্লাহ’র কাছে সাহায্য চাওয়া

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ
হে মুমিনরা! তোমরা ধৈর্য্য নামাযের মাধ্যমে আল্লাহ’র কাছে সাহায্য চাও  নামায প্রতিষ্ঠা করা নিশ্চয় একটি কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে, একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে।
____________________________________________________________________
তথ্য সূত্র:  কোরআন। সূরা-বাকারা। আয়াত  ৪৫-৪৬

No comments:

Post a Comment