Sunday, December 12, 2010

পথভ্রষ্টতা

من تعلم كتاب الله ثم اتبع ما فيه هداه الله من اضلا لة في الدنيا و وقاه يوم القيامة سوء الحساب وفي رواية قال من اقندى بكتاب الله يضل في الدنيا ولا يشقي فى الاخرة ثم تلا هذه الاية فمن اتبع هداى فلا يصل ولا يشقي

..যে আল্লাহর কিতাব শিক্ষা করেছে, অতঃপর তাতে যা আছে তা অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়ে রাখবেন এবং পরকালে তাকে হিসেবের কষ্ট হতে রক্ষা করবেন। অপর বর্ণনায় আছে- তিনি স. বলেছেন যে আল্লাহর কিতাব অনুসরণ করবে, সে পৃথিবীতে পথভ্রষ্ট হবে না এবং পরকালেও হতভাগ্য হবে না। অতঃপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন- فمن اتبع هداى فلا يصل ولا يشقي (অর্থাৎ যে আমার হেদায়েতের অনুসরণ করবে, সে (পৃথিবীতে) পথভ্রষ্ট গোমরাহ হবে না এবং ভাগ্যহতও হবে না।

____________________________________________________________________
তথ্য সূত্র: আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। [মিশকাত: ১৮১ অধ্যায়: কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরা]

No comments:

Post a Comment