Thursday, December 16, 2010

টাকা

‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَوْ كَانَ لِابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏وَادِيَانِ مِنْ مَالٍ لَابْتَغَى ثَالِثًا وَلَا يَمْلَأُ جَوْفَ ابْنِ ‏ ‏آدَمَ ‏ ‏إِلَّا التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الرِّقَاقِ ‏‏ ‏بَاب ‏ ‏مَا يُتَّقَى مِنْ فِتْنَةِ الْمَالِ ‏ ‏وَقَوْلِ اللَّهِ تَعَالَى ‏ ‏إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ

নবী স. বলেছেন " আদম সন্তানকে ধন দৌলত ভরপুর দুইটি উপত্যকাও যদি দেয়া হয় তবুও সে তৃতীয়টির জন্য  আকাঙ্ক্ষা করবে। আসলে, আদম সন্তানের পেট মাটি ছাড়া অন্য কিছুই পূর্ণ করতে পারে না; আর যে আল্লাহ তাআলার কাছে তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করেন।

____________________________________________________________________
তথ্য সূত্র: ইবনে আব্বাস থেকে বর্ণিত। মুসলিম ও বুখারী। কিতাবুর রিকাক

No comments:

Post a Comment