Thursday, December 23, 2010

নামাযের পর প্রায়শ যে দোআ পড়তেন ‏ রাসূল সা.

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَقُولُ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْأَذَانِ ‏‏بَاب ‏ ‏الذِّكْرِ بَعْدَ الصَّلَاةِ ‏

রাসূল সা. প্রত্যেক ফরয নামাজের পর বলতেন, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নাই, তিঁনি একক,তাঁর কোন শরীক নাই,তাঁর-ই রাজত্ব,এবং তাঁর-ই প্রশংসা তিনি সর্বশক্তিমান। হে আল্লাহ, তুমি যা দিতে চাও তাতে কেউ বাঁধা দিতে পারে না এবং তুমি যা আটকে রাখতে চাও তা কেউ দিতে পারে না, কোন সম্পদশালীর সম্পদই তাকে তোমার কাছ থেকে  রক্ষা করতে পারে না। 


____________________________________________________________________
তথ্য সূত্র: [হযরত মুগীরা ইবনে শো’বা (রা) থেকে বর্নিত] বুখারী [আযানের অধ্যায়] ও মুসলিম  মিশকাতঃ৯০০ আধ্যায়ঃনামাযের পর দো’য়া।

1 comment:

  1. Mashallah Dear Saidul Bhai, you have done a great job! May Allah bless you all the way long! And I pray that you continue to serve in the path of Allah.

    Thank you very much and Jazakallah.

    ReplyDelete