Saturday, December 11, 2010

গালিগালাজ

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الْمُسْتَبَّانِ مَا قَالَا فَعَلَى الْبَادِئِ مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ ‏ صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ بَاب ‏ ‏النَّهْيِ عَنْ السِّبَابِ ‏ ‏

রাসুল সা. বলেছেন,এমন দুই ব্যাক্তি যারা পরস্পর গাল-মন্দ করল,তখন গালির পাপ সেই ব্যাক্তির হবে যে প্রথম গালি দিয়েছে,যতক্ষন পর্যন্ত নির্যাতিত ব্যাক্তি সীমাতিক্রম করে।

____________________________________________________________________
তথ্য সূত্র:[হযরত আনাস ও আবু হুরায়রা (রা) থেকে বর্নিত] মুসলিম , মিশকাতঃ৪৬০৭ অধ্যায়ঃজিহ্বার সংযম,গীবতগাল-মন্দ প্রসঙ্গে।

No comments:

Post a Comment