Saturday, December 11, 2010

মিথ্যা

كفى بالمرء كزبا ان يحدث بكل ماسمع- رواه مسلم

রাসূল (সা) বলেন ,কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে (তা সত্যতা যাচাই না করে) তাই বলবে (তা বলে বেড়াবে)।

____________________________________________________________________
তথ্য সূত্র:[হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নীত] মুসলিম , মিশকাতঃ১৪৯

No comments:

Post a Comment