Saturday, April 2, 2011

দুর্বল, বৃদ্ধ ও চিন্তাগ্রস্ত মানুষ

‏أَنَّ رَجُلًا قَالَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ ‏صَلَاةِ الْغَدَاةِ ‏مِنْ أَجْلِ فُلَانٍ مِمَّا يُطِيلُ بِنَا فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ ثُمَّ قَالَ ‏إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ ‏فَلْيَتَجَوَّزْ ‏فَإِنَّ فِيهِمْ الضَّعِيفَ وَالْكَبِيرَ وَذَا الْحَاجَةِ صحيح بخاري / ‏كِتَاب ‏الْأَذَانِ بَاب ‏تَخْفِيفِ الْإِمَامِ فِي الْقِيَامِ ‏وَإِتْمَامِ الرُّكُوعِ وَالسُّجُودِصحيح مسلم / كِتَاب ‏الصَّلَاةِ ‏بَاب ‏أَمْرِ الْأَئِمَّةِ بِتَخْفِيفِ الصَّلَاةِ فِي تَمَا‏

এক বক্তি বলল , হে আল্লাহর রাসূল,  আল্লাহর শপথ, আমি ফজরের নামাজে দেরি করে আসি অমুক ব্যাক্তির জন্য, কেননা সে আমাদের দীর্ঘ নামাজ পড়ায়। আবু মসুদ র. বলেন , সেই দিন আমি রাসূল স. কে এমন রাগ করতে দেখেছি , যা আমি আগে কখন দেখিনি। রাসূল স. বললেন ,মানুষদেরকে যে-ই নামায পড়াক না কেন ,সে যেন নামাযকে সংক্ষেপ করে । কেননা তাদের মধ্যে দুর্বল, বৃদ্ধ ও কাজের চিন্তাগ্রস্ত মানুষ থাকে।
____________________________________________________________________
তথ্য সূত্র: আবু মাসউদ রা .থেকে বর্নিত ।বুখারী [আযানের অধ্যায় ] মুসলিম [ নামাজের অধ্যায় ] মিশকাতঃ১০৬৪ আধ্যায়ঃইমামের কর্তব্য কি?

No comments:

Post a Comment