Saturday, April 2, 2011

কালো সময়

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ ‏سنن أبي داؤود / ‏كِتَاب ‏ ‏الْبُيُوعِ ‏‏ ‏بَاب ‏ ‏فِي اجْتِنَابِ ‏ ‏الشُّبُهَاتِ

লোকদের উপর এমন যুগ আসবে যখন ( সুদী লেনদেন চতুর্দিকে ছড়িয়ে যাবে, এমনকি) একটি  লোকও সুদ খাওয়া থেকে রক্ষা পাবে না। সে সরাসরি না খেলেও সুদের ধোঁয়া বা ধুলা তাকে স্পর্শ করবে।

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু দাউদ- কিতাব- ক্রয় বিক্রয়/ মিশকাত-২৬৯৪, অধ্যায় সুদের বয়ান

No comments:

Post a Comment