Saturday, April 2, 2011

কষ্টকর মুহুর্তে ধৈর্য ও সংযম

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, খিদে, সম্পদ ও প্রাণের ক্ষতি ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহী রাজিউন (অর্থঃ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো)

____________________________________________________________________
তথ্য সূত্র: সূরা বাকারা-১৫৫-১৫৬  [০২;১৫৫-১৫৬]

¢ প্রচণ্ড প্রতিকূল সময় ও বিপদের মুহুর্তে যে লোক নিজের ঈমানকে যে টিকিয়ে রাখতে পারে সে-ই হল প্রকৃত ঈমানদার সত্যিকার অর্থে কেউ বিশ্বাসী কিনা তা যাচাই করার জন্য আল্লাহ তাআলা তাঁর বান্দাদের কোন না কোন সময় কঠিন বিপদের মধ্যে ফেলেন এ সময়ে যারা ধৈর্যধারণ করে অর্থাৎ প্রচণ্ড প্রতিকূল পরিবেশেও নিজের সততার সাথে বিন্দুমাত্র আপোস করে না, এমনকি নিজের বিশ্বাস ও সততাকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকেও ঝুকির মধ্যে ফেলতে প্রস্তুত থাকে, কেবল তারাই আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে উত্তীর্ণ হয় এমনসব মুমিনদেরকেই আল্লাহ  সুসংবাদ দিয়েছেন "তবে সুসংবাদ দাও সবরকারীদের" এই আয়াতটিতে।

No comments:

Post a Comment