Saturday, April 2, 2011

ক্লান্ত ইবাদাতকারী

‏أَنَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ ‏صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْجُمُعَةِبَاب ‏ ‏مَا يُكْرَهُ مِنْ التَّشْدِيدِ فِي الْعِبَادَةِ ‏

রাসূল সা. বলেছেনতোমাদের কেউ (যখন নামায পড়ে সে) যেন যতক্ষন ভাল লাগে ততক্ষন পর্যন্ত নামায পড়ে।যখন ক্লান্ত লাগবে তখন যেন বসে যায়।

____________________________________________________________________
তথ্য সূত্র:[হযরত আনাস(রা) থেকে বর্নিত] বুখারী [জুমআর অধ্যায়]ও মুসলিম ,মিশকাতঃ১১৭৫ অধ্যায়ঃকাজে মধ্যপন্থা অবলম্বন করা।

No comments:

Post a Comment