Saturday, April 2, 2011

যেভাবে মুনাফিক চিনবেন

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏آيَةُ ‏ ‏الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ ‏صحيح مسلم / كتاب الإيمان‏ ‏بَاب ‏ ‏بَيَانِ خِصَالِ الْمُنَافِقِ

নবী স.বলেছেন “ মুনাফিকের চীহ্ন হচ্ছে তিনটি

১. যখন সে কথা বলে, মিথ্যা বলে
২. প্রতীজ্ঞা করলে তা ভংগ করে
৩. এবং তার কাছে কোন কিছু আমানত রাখা হলে সে তা খিয়ানত করে

____________________________________________________________________
তথ্য সূত্র:হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত।  বুখারী [কিতাবুল ঈমান]  মুসলিম  [কিতাবুল ঈমান] , মিশকাতঃ ৪৯ অধ্যায়ঃ কবীরা গুনাহ ও মুনাফেকির নিদর্শন।

No comments:

Post a Comment