Saturday, January 8, 2011

আজ থেকে আর কখনো মিস হবে না আপনার নামাজ: ডাউনলোড করুন আজানের সফটওয়্যার

প্রিয় ব্লগারবন্ধুরা, আজকের এই পবিত্র দিনে (শুক্রবার) আপনাদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই, শীতের এই শাদা আমেজে? আজ আপনাদের একটা পবিত্র সফটওয়্যার দিতে আসলাম যা একজন মুসলমান কম্পিউটার ব্যবহারকারীর জন্য খুব প্রয়োজনীয়। সাধারণত দেখা যায় যে, আমরা যখন দরজা-জানালা বন্ধ করে নিজের কক্ষে বসে অনলাইন সার্ফিং করতে থাকি তখন হয়ত আজানের ধ্বনি শুনতে পাই না  এতে নামাজের ব্যঘাত ঘটে।
আজ থেকে আপনার আর এই সমস্যা হবে না। আপনাদের আমি যে সফটওয়্যারটির সন্ধান দিব সেটি দিয়ে আপনি সহজেই নামাজের সময় সেট করে দিতে পারবেন এবং সরাসরি মক্কা, মদিনা, ইজিপ্ট, পাকিস্তান, আলাস্কা, লেবানন ….. বিভিন্ন জায়গা থেকে আজান শুনতে পাবেন আপনার দেশের নির্দিষ্ট সময়ে। অর্থাৎ আপনাকে শুধু নামাজের সময় ঠিক করে দিতে হবে।
আশা করি সফটওয়্যারটি ব্যবহার করে খুব ভাল লাগবে আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন-

No comments:

Post a Comment