Friday, January 21, 2011

হযরত নূহ তাঁর জাতির প্রতি

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ أَفَلَا تَتَّقُونَ

অবশ্যই আমি নূহকে তাঁর জাতির কাছে পাঠিয়েছিলাম, সে বলেছিল: হে আমার জাতি তোমরা এবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের জন্য কোন মাবুদ নেই; তোমরা কি তাকে ভয় করবে না? তখন তার জাতির মাতাব্বরেরা যারা কুফরীতে লিপ্ত ছিল, বলল “ এ তো আমাদের মতই একজন মানুষ।, (আসলে) এ ব্যক্তি তোমাদের ওপর নেতৃত্ব করতে চায়; আল্লাহ তাআলা যদি (নবী পাঠাতেই চাইতেন) তাহলে ফেরেশ্তাদের (নবী করে) পাঠাতেন, আমরা তো (নবীরা আমাদের মত মানুষ হয়ে থাকে) এমন কোনো কথা আমাদের পূর্বপুরুষদের যুগে শুনিনি

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [২৩:২৩-২৪] / সূরা- আল মুমিনুন: আয়াত ২৩-২৪

No comments:

Post a Comment