Thursday, January 13, 2011

অনুমতি

‏أَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏وَهُوَ فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ ادْخُلْ فَقُلْتُ أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ كُلُّكَ فَدَخَلْتُ ‏ سنن أبي داؤود / ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي الْمِزَاحِ ‏


একবার হযরত সাফওয়ান ইবনে উমাইয়্যা [আমাকে দিয়ে] কিছু দুধ, ছোট একটি হরিণের বাচ্চা ও কিছু কাঁকড়ি নবি স. কাছে পাঠালেন। এই সময় নবি স. মক্কার উচ্চ প্রান্তে অবস্থানরত ছিলেন। কাল্দাহ বলেন “ আমি তাঁর (স.) এর কাছে গেলাম অথচ সালাম দিলাম না, অনুমতিও চেয়ে নিলাম না।” তখন নবী স. আমাকে বললেন “ চলে যাও! এবং আবারো এসে বলো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?

____________________________________________________________________
তথ্য সূত্র: কাল্দাহ ইবনে হাম্বল থেকে বর্ণিত। আবু দাউদ-কিতাবুল আদাব, তিরমিযী,  মিশকাত - ৪৪৬৬

No comments:

Post a Comment