Wednesday, January 26, 2011

অনলে আত্মাহুতি




‏سَمِعَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّمَا مَثَلِي وَمَثَلُ النَّاسِ كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ جَعَلَ الْفَرَاشُ وَهَذِهِ الدَّوَابُّ الَّتِي تَقَعُ فِي النَّارِ يَقَعْنَ فِيهَا فَجَعَلَ يَنْزِعُهُنَّ وَيَغْلِبْنَهُ فَيَقْتَحِمْنَ فِيهَا فَأَنَا آخُذُ بِحُجَزِكُمْ عَنْ النَّارِ وَهُمْ يَقْتَحِمُونَ فِيهَا ‏ صحيح بخاري /‏كِتَاب ‏ ‏الرِّقَاقِ ‏‏ ‏بَاب ‏ ‏الِانْتِهَاءِ عَنْ الْمَعَاصِي ‏

আমার উদাহরণ সেই লোকের মত যে আগুন জ্বালালো এবং যখন আগুন চারিদিক আলোকিত করল, পতঙ্গরা ও ঐসব কীট, যারা আগুনে ঝাঁপিয়ে পড়ে, দলে দলে তাতে (আগুনে) ঝাঁপিয়ে পড়তে লাগল, সে (লোক) তাদের বাধা দিতে লাগল কিন্তু তারা তাঁকে পরাস্ত করে তাতে ঝাঁপিয়ে পড়তে লাগল। (ঠিক তেমনিভাবে) আমিও (নবী স.)  তাঁদের (মানুষদের) কোমর ধরে আগুন থেকে টানছি আর তাঁরা তাতে ঝাঁপিয়ে পড়ছে!

____________________________________________________________________
তথ্য সূত্র: [বুখারী-কিতাবুর- রিকাক] ও মুসলিম-

No comments:

Post a Comment