Wednesday, January 26, 2011

নির্ভরশীলতা




وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ ۚ فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ رَسُولِنَا الْبَلَاغُ الْمُبِينُ [٦٤:١٢]اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ [٦٤:١٣]
তোমরা আল্লাহর আনুগত্য কর, আনুগত্য কর (তাঁর) রাসূলের, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে (জেনে রাখো) আমার রাসূলের দায়িত্ব (হচ্ছে আমার কথাগুলো) সুস্পষ্টভাবে পৌছে দেয়া। তিনি ছাড়া কোন মাবুদ নেই। অতএব প্রতিটি ঈমানদার বান্দার উচিত সমস্ত বিষয়ে তাঁর (আল্লাহ তাআলার) উপর-ই নির্ভর করা।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [] / সূরা-: আয়াত

No comments:

Post a Comment