Wednesday, January 5, 2011

আল্লাহ যাদের ভালবাসেন

وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا ۗ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ

আরো অনক নবীও ছিল, সে নবী (আল্লাহ’র পথে) যুদ্ধ করেছে, তার সাথে  অনেক জ্ঞানবান সাধক (আলেম, ওলামা, দরবেশ) ব্যক্তিরা, আল্লাহ’র পথে তাদের উপর যত বিপদ মুসিবত-ই এসেছে তাতে তাঁরা হতাশ হয়ে পড়েনি, তাঁরা দুর্বলও হয়নি, (দুর্নীতিবাজ,শয়তান, ও নষ্টদের সামনে) তাঁরা মাথা নতও করেনি। (এধরণের) ধৈর্যশীল  ব্যক্তিদের-ই আল্লাহ ভালবাসেন।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৩:১৪৬] / সূরা-আল ইমরান: আয়াত একশ ছিচল্লিশ

No comments:

Post a Comment