Friday, January 14, 2011

মাথা নত করে সালাম দেয়া ইসলাম সম্মত নয়

‏قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ ‏ ‏أَيَنْحَنِي لَهُ قَالَ ‏ ‏لَا قَالَ ‏ ‏أَفَيَلْتَزِمُهُ ‏ ‏وَيُقَبِّلُهُ قَالَ لَا قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ نَعَمْ ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَطْعِمَةِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي الْمُصَافَحَةِ


এক লোক বলল “ হে আল্লাহ’র রাসূল! আমাদের কেউ যখন তার কোন ভাইয়ের সাথে অথবা কোন বন্ধুর সাথে সাক্ষাত করে তখন কি তার জন্য মাথা নত করবে?” তিনি স. বললেন “না”। সে আবার জিজ্ঞেস করল, তাকে কি আলিঙ্গন করবে অথবা চুমো দিবে? তিনি স. বললেন: না। সে আবার জিজ্ঞেস করল, তার হাত ধরে মুসাফাহা (handshake) করবে? তিনি স. বললেন: হ্যা।

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত আনাস থেকে বর্ণিত।তিরমিযী, মিশকাত:৪৪৭৫

No comments:

Post a Comment