Friday, March 18, 2011

আল্লাহ তাআলার প্রশংসা

আল্লাহ তাআলার প্রশংসা

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ ‏ ‏لَيَرْضَى عَنْ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا ‏ صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الذِّكْرِ وَالدُّعَاءِ وَالتَّوْبَةِ ‏ ‏وَالِاسْتِغْفَارِ ‏‏ ‏بَاب ‏ ‏اسْتِحْبَابِ حَمْدِ اللَّهِ تَعَالَى بَعْدَ الْأَكْلِ وَالشُّرْبِ ‏

আল্লাহ তাআলা তাঁর সে বান্দাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন, যে এক গ্রাস খাবার খেয়ে তাঁর প্রশংসা করে অথবা এক ঢোক পানি পান করে তাঁর শুকরিয়া করে।

____________________________________________________________________
তথ্য সূত্র: মুসলিম কিতাবুযযিকর [মিশকাত-৪০১৮]

No comments:

Post a Comment