Friday, March 18, 2011

জিহ্বা

জিহ্বা

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ قَالَ ‏ ‏قُلْ ‏ ‏رَبِّيَ اللَّهُ ثُمَّ اسْتَقِمْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ ثُمَّ قَالَ هَذَا ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَضَاحِيِّ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا لَا يَجُوزُ مِنْ الْأَضَاحِيِّ
 
একবার আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ’র রাসূল! আমার মধ্যে যে জিনিষগুলো ভয়ের কারণ বলে মনে করেন তার মধ্যে সবচেয়ে ভয়ংকর কোনটি? তখন তিনি স. নিজের জিহ্বা ধরে বললেন “ এটি ”

____________________________________________________________________
তথ্য সূত্র: সুফিয়ান ইবনে আবদুল্লাহ র. থেকে বর্ণিত। [তিরমিযী] ও [মিশকাত ৪৬৩০, অধ্যায়- জিহবার সংযম, গীবতও গালমন্দ প্রসঙ্গ]

No comments:

Post a Comment