Friday, March 18, 2011

মুমিনের দৃষ্টান্ত হচ্ছে ঘাসের মত, যাকে বাতাস এদিক সেদিক দোলায়

মুমিনের দৃষ্টান্ত হচ্ছে ঘাসের মত, যাকে বাতাস এদিক সেদিক দোলায়

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَثَلُ الْمُؤْمِنِ كَالْخَامَةِ مِنْ الزَّرْعِ ‏ ‏تُفَيِّئُهَا ‏ ‏الرِّيحُ مَرَّةً وَتَعْدِلُهَا مَرَّةً وَمَثَلُ الْمُنَافِقِ كَالْأَرْزَةِ لَا تَزَالُ حَتَّى يَكُونَ ‏ ‏انْجِعَافُهَا ‏ ‏مَرَّةً وَاحِدَةً ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْمَرْضَى ‏
‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي كَفَّارَةِ الْمَرَضِ ‏ ‏وَقَوْلِ اللَّهِ تَعَالَى ‏ ‏مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ ‏

রাসূল সা. বলেছেন, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে ঘাসের মত, যাকে বাতাস এদিক সেদিক দোলায়, একবার নিচে ফেলে দেয় তারপর আবার সোজা করে,যতক্ষণ না তা মরে যায়। মুনাফিক এর দৃষ্টান্ত হচ্ছে শক্ত ভাবে দাঁড়ান পিপল গাছের মত, যার কাছে কোন বিপদ পৌছায় না যতক্ষণ না তা মাটিতে কাত হয়ে পড়ে।  

____________________________________________________________________
তথ্য সূত্র:[হযরত কা’ব ইবনে মালেক(রা) থেকে বর্নিত] বুখারী [কিতাবুল মারজা] ও মুসলিম , মিশকাতঃ১৪৫৫ অধায়ঃরুগ্নকে দেখতে যাওয়া ও রোগের সাওয়াব।

No comments:

Post a Comment