Friday, March 18, 2011

নিষ্ফল কর্ম

নিষ্ফল কর্ম

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ


(হে মুহাম্মদ) তোমার প্রতি ও তোমার পূর্ববর্তীদের, এ বলে ওহি পাঠান হয়েছে, যদি তুমি আল্লাহ তা'আলার সাথে অন্যদের শরীক কর তাহলে অবশ্যই তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন। সূরা-যুমার। আয়াত ৬৫

No comments:

Post a Comment