Friday, March 18, 2011

নামাযের উপর অবিচল থাকা


নামাযের উপর অবিচল থাকা

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ [٢٠:١٣٢]
(হে নবী) তোমার পরিবার পরিজনকে নামাযের আদেশ দাও এবং (নিজেও) তার ওপর অবিচল থেকো, আমি তো তোমার কাছে কোনরকম রিযিক চাই না, রিযিক তো আমিই তোমাকে দেই; আল্লাহ তাআলাকে ভয় করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [২০:১৩২] / সূরা-ত্বাহা: আয়াত ১৩২

No comments:

Post a Comment