Friday, March 18, 2011

জান্নাতের অধিবাসী ও বিযুক্ত হয়ে যাওয়া অপরাধীরা

জান্নাতের অধিবাসী ও বিযুক্ত হয়ে যাওয়া অপরাধীরা

إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ ﴿٥٥﴾ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ﴿٥٦﴾ لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ ﴿٥٧﴾ سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ ﴿٥٨﴾ وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ ﴿٥٩﴾

অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। সেখানে তাদের জন্যে থাকবে ফল-মূল এবং যা চাইবে তা-ই। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। ( আর পাপীদের উদ্দেশ্যে বলা হবে) হে অপরাধীরা! আজ তোমরা আলাদা হয়ে যাও


____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৩৬:৫৫-৫৯] / সূরা- ইয়াসিন: আয়াত ৫৫-৫৯

No comments:

Post a Comment