Wednesday, February 16, 2011

পরীক্ষা



পরীক্ষা

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ ‏ ‏الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ ‏ ‏فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ فَمَا ‏ ‏يَبْرَحُ ‏ ‏الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الصَّيْدِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ َسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي ‏ ‏الذَّكَاةِ ‏ ‏بِالْقَصَبِ وَغَيْرِهِ
একবার রাসূল স. কে জিজ্ঞেস করা হল “ বিপদ দিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষা করা হয় কাদের?”
নবী স. বললেন “ নবীদের, অতঃপর তাঁদের তুলনায় যারা উত্তম তাঁদের। মানুষ তাঁর ধার্মিকতার অনুপাতে বিপদগ্রস্ত হয়। যদি সে তাঁর দ্বীনের (ইসলামের) ব্যাপারে শক্ত হয়, তাঁর বিপদও শক্ত হয়।  যদি তাঁর দ্বীনের ব্যাপারে শিথিলতা থাকে, তবে বিপদও সহজ হয়। এভাবে তাঁর  বিপদ হতে থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে চলাফেরা করে, অথচ তাঁর কোন গোনাহ থাকে না। 

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে বর্ণিত । তিরমিযী, ইবনে মাজাহ, দারেমী, [ মিশকাত: ১৪৭৬, অধ্যায় রুগিকে দেখতে যাওয়া ও রোগের সাওয়াব]

No comments:

Post a Comment