Wednesday, February 16, 2011

যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে


যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ ‏ صحيح بخاري / كِتَاب ‏ ‏الْأَدَبِ ‏

যে লোক আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই মেহমানদের সম্মান করে। আর যে লোক আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশিকে কষ্ট না দেয়।আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই ভাল কথা বলে নতুবা চুপ থাকে। অপর এক বর্ণনায় ‘ প্রতিবেশীর’ জায়গায় বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন অবশ্যই আত্মীয়ের হক আদায় করে।

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত।  [বুখারী: কিতাবুল আদাব], মুসলিম , [মিশকাত: ৪০৫৯, অধ্যায়: অতিথি আপ্যায়ন প্রসঙ্গ ]

No comments:

Post a Comment