Wednesday, February 2, 2011

প্রতারক

প্রতারক
وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ
يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ

কিছু লোক এমনও আছে যারা বলে, আমরা আল্লাহর ওপর  আখেরাতের দিনের ওপর ঈমান এনেছি, অথচআসলে তারা মুমিন নয়    তারা আল্লাহর সাথে  যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করেছে  কিন্তুআসলে তারা নিজেদেরকেই প্রতারিত করছে, তবে তারা  ব্যাপারে সচেতন নয়  তাদের হৃদয়ে আছে একটি রোগ,আল্লাহ সে রোগ আরো বেশী বাড়িয়ে দিয়েছেন,  আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছেযন্ত্রণাদায়ক শাস্তি   বাকারা:৮,৯,১০

ব্যাখ্যা:
“কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারিত করছে, তবে তারা  ব্যাপারে সচেতন নয় ৷”

তাদের মুনাফেকী কার্যকলাপ তাদের জন্য লাভজনক হবে   ভুল ধারণায় তারা নিমজ্জিত হয়েছে  অথচএসব তাদেরকে পৃথিবীতে ক্ষতিগ্রস্ত করবে এবং আখেরাতেও৷ একজন মুনাফিক কয়েকদিনের জন্য পৃথিবীর মানুষকেধোকা দিতে পারে কিন্তু সবসময়ের জন্য তার এই ধোঁকাবাজি চলতে পারে না  অবশেষে একদিন তার মুনাফিকীরগুমোর ফাঁক হয়ে যাবেই  তখন সমাজে তার সামান্যতম মর্যাদাও শেষ হয়ে যাবে  আর আখেরাতের ব্যাপারে বলাযায় , সেখানে তো ঈমানের মৌখিক দাবীর কোন মূল্যই থাকবে না যদি আমল দেখা যায় তার বিপরীত 

যেভাবে তাদের রোগ আরও বাড়িয়ে দেয়া হয়েছে:
তাদের হৃদয়ে আছে একটি রোগ, আল্লাহ সে রোগ আরো বেশী বাড়িয়ে দিয়েছেন

মুনাফিকীকেই এখানে রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে  আর আল্লাহ  রোগ আরো বাড়িয়ে দিয়েছেন, একথার অর্থহচ্ছে এই যে, তিনি কালবিলম্ব না করে ঘটনাস্থলেই মুনাফিকদেরকে তাদের মুনাফিকী কার্যকলাপের শাস্তি দেন না বরংতাদেরকে ঢিল দিতে থাকেন৷ তাদের গাড়ি, বাড়ি , টাকাপয়সা, ব্যান্ক ব্যালেন্স বাড়তে থাকে। উন্নতির পথ খুলতে থাকে, আর মুনাফিকরা ভাবে হয়ত এ বুঝি তাদের মুনাফিকী আর প্রতারণার কারণেই হচ্ছে।ফলে মুনাফিকরা নিজেদের কলা-কৌশলগুলোকে আপাত দৃষ্টিতে সফল হতে দেখে আরো বেশী  পূর্ণ মুনাফিকীকার্যকলাপে লিপ্ত হতে থাকে  জ্যামিতিক হারে বাড়তে থাকে তাদের মুনাফিকী ও প্রতারণা। এভাবে এমন এক সময় উপস্থিত হয় যখন তাদের পাপের নৌকা কানায় কানায় ভরে ওঠে এবং আল্লাহ তাদের ভয়ানক শাস্তি দেন

No comments:

Post a Comment