Friday, February 18, 2011

উৎকৃষ্ট রিযিক



وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيَاةِ الدُّنْيَا لِنَفْتِنَهُمْ فِيهِ ۚ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَأَبْقَىٰ

আর চোখ তুলেও তাকাবে না দুনিয়াবী জীবনের শান-শওকতের দিকেযা আমি এদের মধ্য থেকে বিভিন্ন ধরনের লোকদেরকে দিয়ে রেখেছি ৷ এসব তো আমি এদেরকে পরীক্ষার মুখোমুখি করার জন্য দিয়েছি এবং তোমার রবের দেয়া হালাল রিযিক-  উত্তম ও অধিকতর স্থায়ী   
____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [২০:১৩১] / সূরা-ত্বহা: আয়াত ১৩১


ব্যাখ্যা:

"রিয্ক" শব্দের অনুবাদ আমি করেছি "হালাল রিযিক"৷ এর কারণ মহান আল্লাহ কোথাও হারাম সম্পদকে "রবের রিযিক" হিসেবে পেশ করেননি ৷ এর অর্থ হচ্ছে ফাসেক ও দুশ্চরিত্র লোকেরা অবৈধ পথে টাকা-পয়সা সংগ্রহ করে নিজেদের জীবনে যে বাহ্যিক চমক সৃষ্টি করে নেয় তোমার ও তোমার মু'মিন সাথীদের তাকে ঈর্ষার দৃষ্টিতে দেখা উচিত নয় ৷ এ ধন-দওলত ও শান শওকত তোমাদের জন্য মোটেও ঈর্ষানীয় নয় ৷ তোমারা নিজেরা পরিশ্রম করে যে পাক-পবিত্র রিযিক উপার্জন করো তা যতই সামান্য হোক না কেন সত্যনিষ্ঠ ও ঈমানদার লোকদের জন্য তাই ভালো এবং তার মধ্যে এমন কল্যাণ রয়েছে যা দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত বজায় থাকবে 

No comments:

Post a Comment