Tuesday, May 31, 2011

দুটি অভিশপ্ত কাজ!

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏اتَّقُوا اللَّاعِنَيْنِ قَالُوا وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي ‏ ‏يَتَخَلَّى ‏ ‏فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ ‏
_____________________
سنن أبي داؤود / ‏كِتَاب ‏ ‏الطَّهَارَةِ ‏‏ ‏بَاب ‏ ‏الْمَوَاضِعِ الَّتِي نَهَى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْبَوْلِ فِيهَا ‏
  
নবী স. বলেছেনঃ তোমরা এমন দুটো কাজ থেকে বিরত থাক যা অভিশপ্ত। সাহাবীরা প্রশ্ন করলোঃ হে আল্লাহ’র রাসূল কাজ দুটো কী?
যে ব্যক্তি (১) মানুষের চলচলের পথে কিংবা () ছায়াযুক্ত স্থানে প্রস্রাব-পায়খানা করে।
 __________________________________________
তথ্য সূত্র: কুতাইবা ইবনে সাইদ আবু হুরাইরা থেকে বর্ণিত। [আবু দাউদ: অধ্যায়: কিতাবুত্তাহারাত, অনুচ্ছেদ:১৪, হাদিস নম্বর ২৫] [মুসলিম]

No comments:

Post a Comment