Tuesday, May 31, 2011

কাউকে কিছু দান করে তা ফেরত নেয়া

‏حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَأَضَاعَهُ الَّذِي كَانَ
عِنْدَهُ فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ
فَسَأَلْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا
تَشْتَرِي وَلَا تَعُدْ فِي صَدَقَتِكَ وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ فَإِنَّ
الْعَائِدَ فِي صَدَقَتهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ ‏

_____________________

*صحيح بخاري* * ‏*‏ ‏بَاب ‏ ‏هَلْ يَشْتَرِي الرَّجُلُ صَدَقَتَهُ ‏ ‏وَلَا
بَأْسَ أَنْ يَشْتَرِيَ صَدَقَتَهُ غَيْرُهُ ‏ ‏لِأَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا نَهَى الْمُتَصَدِّقَ خَاصَّةً ‏ ‏عَنْ
الشِّرَاءِ وَلَمْ يَنْهَ غَيْرَهُ ‏

* *



আমি আল্লাহ’র রাস্তায় এক গাজীকে বাহন হিসেবে একটি ঘোড়া দিয়েছিলাম। সে তাকে (সেই
ঘোড়াকে) অযত্নে নষ্ট করে ফেলল। আমি তা কিনতে ইচ্ছে করলাম এবং ভাবলাম সে তা
সস্তায় বেচে দিবে। তারপর আমি এ ব্যাপারে নবী স. কে জিজ্ঞাস করলাম। তিনি স. বললেন
“ তা কিনবে না এবং তোমার দান তুমি ফেরত নিবে না- যদিও সে তোমাকে এক দিরহামও
ফেরত দেয়। কেননা, *নিজের দান ফেরত গ্রহণকারী হল* *সেই কুকুরের মত* যে *নিজের
বমি ফেরত খায়*!” আরেক বর্ণনায় আছে, তুমি তোমার দান ফেরত নিবে না। কেননা, যে
নিজের দান ফেরত নেয়, সে যেন নিজের বমি ফেরত খায়।

* *

*_____________________________________________*

*তথ্য সূত্র: উমার ইবনে খাত্তাব থেকে বর্ণিত। **[বুখারী] ও [মুসলিম] ,
[মিশকাত:১৮৫৮,
অধ্যায়: যে নিজের দান ফিরিয়ে নেয় না]***

No comments:

Post a Comment