Saturday, May 28, 2011

মুক্তিপণ

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا ﴿١٠﴾ يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ ﴿١١﴾ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ ﴿١٢﴾ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ ﴿١٣﴾
وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ ﴿١٤﴾

সেদিন আকাশ হবে গলিত তামার মত। এবং পাহাড়গুলো হবে রঙ্গীন পশমের মত, সামনা সামনি থেকেও বন্ধু বন্ধুর খবর নেবে না। সেদিন পাপী লোক মুক্তিপন হিসেবে দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে, তার বউকে, তার ভাইকে, তার গোষ্ঠীকে, যারা তাকে (সুখ দু:খে) আশ্রয় দিত। এবং পৃথিবীর সবকিছুকে মুক্তিপণ দিয়ে হলেও সে (পাপিষ্ঠ লোক) নিজেকে বাঁচাতে চাইবে।
____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৭০:৮-১৪] / সূরা-আল মাআরিজ : আয়াত-৮-১৪

No comments:

Post a Comment