Tuesday, May 31, 2011

রাসূল স. বললেন “ সে শান্তি লাভ করল অথবা তাঁর থেকে শান্তি পাওয়া গেল। ”

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ ‏ ‏مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ قَالَ الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ ‏ ‏نَصَبِ ‏ ‏الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الرِّقَاقِ ‏‏ ‏بَاب ‏ ‏سَكَرَاتِ الْمَوْتِ

একবার হযরত মুহাম্মদ স. এর কাছ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হল। তখন রাসূল স. বললেন সে শান্তি লাভ করল অথবা তাঁর থেকে শান্তি লাভ করা গেল।

সাহাবীরা প্রশ্ন করল ইয়া আল্লাহর রাসূল! কে শান্তি লাভ করে আর কার কাছ থেকে শান্তি লাভ করা যায়?

নবী স. বললেন মুমিন বান্দা পৃথিবীর দুঃখ কষ্ট হতে আল্লাহর রহমতের আশ্রয়ে শান্তি লাভ করেআর কাফের বান্দা হতে আল্লাহ’র বান্দারা, দেশ, গাছপালা ও পশু পাখিরা শান্তি লাভ করে।

_____________________________________________
তথ্য সূত্র: হযরত আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত[বুখারী, কিতাবুর-রিকাক][মুসলিম] [মিশকাত: ১৫১৫, অধ্যায়: মৃত্যু কামনা ও মৃত্যুর স্মরণ]


No comments:

Post a Comment