Saturday, May 28, 2011

পাপ ও শাস্তি

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الْخَيْرَ عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الشَّرَّ أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى ‏ ‏يُوَافِيَ ‏ ‏بِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الصَّيْدِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي الصَّبْرِ عَلَى الْبَلَاءِ ‏

আল্লাহ যখন তার বান্দার ভাল চান, তাকে পৃথিবীতেই (তাঁর পাপ কর্মের) শাস্তি দেন এবং যখন কোন বান্দার অকল্যাণ করার ইচ্ছা করেন, তাকে ( তাঁর পাপ কর্মের ) শাস্তি দেয়া থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে তাঁর পাপকর্মের পূর্ণ শাস্তি দিবেন।

____________________________________________________________________
তথ্য সূত্র: তিরমিযী , হযরত আনাস থেকে বর্ণিত

No comments:

Post a Comment