Tuesday, May 31, 2011

পরিব্রাজক

أَخَذَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمَنْكِبِي فَقَالَ ‏ ‏كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ ‏‏وَكَانَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا أَمْسَيْتَ فَلَا تَنْتَظِرْ الصَّبَاحَ وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرْ الْمَسَاءَ وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الرِّقَاقِ ‏
‏ ‏بَاب ‏ ‏قَوْلِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ ‏ ‏أَوْ عَابِرُ سَبِيلٍ

একদিন রাসূল স. আমার দুই কাঁধ ধরে বললেনঃ পৃথিবীতে এমনভাবে থাকবে যেন তুমি একজন মুসাফির অথবা পরিব্রাজক। রাবী বলেন, অতঃপর আবদুল্লাহ আমাদের বলতেন, যখন তোমার সন্ধ্যা চলে আসবে সকালের অপেক্ষা করো না  আর যখন সকালে উঠবে সন্ধ্যার অপেক্ষা করো না, আর তোমার সুস্থতার সুযোগ গ্রহণ কর অসুস্থতার আগে এবং তোমার জীবনের সুযোগ গ্রহণ কর তোমার মৃত্যুর আগে।

_____________________________________________
তথ্য সূত্র: আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। [বুখারী: কিতাব উর রিকাক]  [মিশকাত: ১৫১৬,অধ্যায় মৃত্যু কামনা ও মৃত্যুর স্মরণ]

No comments:

Post a Comment