Saturday, May 28, 2011

জিহ্বা

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ حَدِّثْنِي بِأَمْرٍ أَعْتَصِمُ بِهِ قَالَ ‏ ‏قُلْ ‏ ‏رَبِّيَ اللَّهُ ثُمَّ اسْتَقِمْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَخْوَفُ مَا تَخَافُ عَلَيَّ فَأَخَذَ بِلِسَانِ نَفْسِهِ ثُمَّ قَالَ هَذَا ‏سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَضَاحِيِّ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا لَا يَجُوزُ مِنْ الْأَضَاحِيِّ
 
..একবার আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহরাসূল! আমার মধ্যে যে জিনিষগুলো ভয়ের কারণ বলে মনে করেন তার মধ্যে সবচেয়ে ভয়ংকর কোনটি? তখন তিনি . নিজের জিহ্বা ধরে বললেন এটি

____________________________________________________________________
তথ্য সূত্র: সুফিয়ান ইবনে আবদুল্লাহ র. থেকে বর্ণিত। [তিরমিযী] [মিশকাত ৪৬৩০, অধ্যায়- জিহবার সংযম, গীবতও গালমন্দ প্রসঙ্গ]

No comments:

Post a Comment