Saturday, May 28, 2011

জীবন ধারণ

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏أَفْضَلُ الصَّدَقَةِ أَوْ ‏ ‏خَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الزَّكَاةِ ‏‏ ‏بَاب ‏ ‏بَيَانِ أَنَّ الْيَدَ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى وَأَنَّ الْيَدَ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ وَأَنَّ السُّفْلَى هِيَ الْآخِذَةُ ‏
                                                                                                          
আল্লাহ বলেন : হে আদম সন্তান ! তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে, তা দান করবে- এটি তোমার জন্য ভাল এবং যদি তা (অতিরিক্ত সম্পদ) তুমি ধরে রাখ তা তোমার জন্য খারাপ। তবে জীবন ধারণ করবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ধরে রাখলে তুমি নিন্দাযোগ্য হবে না এবং প্রথমে দান করবে তোমার পোষ্যদের।

____________________________________________________________________
তথ্য সূত্র:মুসলিম শরীফ , কিতাব উয যাকাত, মিশকাত-১৭৬৯

No comments:

Post a Comment