Tuesday, May 31, 2011

ভ্রাতৃত্ব্ববোধ

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يُؤْمِنُ ‏ ‏أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْإِيمَانِ ‏
‏ ‏بَاب ‏ ‏مِنْ الْإِيمَانِ أَنْ يُحِبَّ لِأَخِيهِ ‏ ‏مَا يُحِبُّ لِنَفْسِهِ

নবী স. বলেছেন “ তোমাদের মধ্যে কেউ মু’মিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে।
 ____________________________________________
তথ্য সূত্র: মুসাদ্দাদ র. ও হুসাইন আল মুআল্লিম র. আনাস র. থেকে বর্ণিত। [বুখারী: কিতাবুল ঈমান, পরিচ্ছেদ:  নিজের জন্য যা পছন্দিয় ভাইয়ের জন্যও তা পছন্দ করা ঈমানের অংশ, হাদিস  ১২ ]

No comments:

Post a Comment