Saturday, May 28, 2011

হাঁচি দেবার সময় কাপড় দিয়ে মুখ ঢেকে রাখা

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ بِثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ ‏
_____________________
سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي خَفْضِ الصَّوْتِ ‏ ‏وَتَخْمِيرِ ‏ ‏الْوَجْهِ عِنْدَ الْعُطَاسِ

নবী স. যখন হাঁচি দিতেন তখন তিনি তাঁর হাত অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলতেন এবং হাঁচির শব্দকে নিচু রাখতেন।

_____________________________________________
তথ্য সূত্র: হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত।  [আবু দাউদ],[ তিরমিযী শরীফ এবং তিরমিযী বলেছেন হাদিসটি হাসান সহীহ],[মিশকাত  ৪৫৩২, অধ্যায় হাঁচি দেওয়া বা হাই তোলা]



No comments:

Post a Comment