Tuesday, May 31, 2011

অহংকার ও অনিবার্য পতন

كَانَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاقَةٌ تُسَمَّى الْعَضْبَاءَ لَا تُسْبَقُ ‏ ‏قَالَ ‏ ‏حُمَيْدٌ ‏ ‏أَوْ لَا تَكَادُ تُسْبَقُ ‏ ‏فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى ‏ ‏قَعُودٍ ‏ ‏فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ حَتَّى عَرَفَهُ فَقَالَ ‏ ‏حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يَرْتَفِعَ شَيْءٌ مِنْ الدُّنْيَا إِلَّا وَضَعَهُ
_____________________
صحيح بخاري / كِتَاب ‏ ‏الْجِهَادِ وَالسِّيَرِ ‏‏ ‏بَاب ‏ ‏نَاقَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏أَرْدَفَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُسَامَةَ ‏ ‏عَلَى الْقَصْوَاءِ ‏ ‏وَقَالَ ‏ ‏الْمِسْوَرُ ‏ ‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا ‏ ‏خَلَأَتْ ‏ ‏الْقَصْوَاءُ ‏


রাসূল স. এর ‘আযবা’ নামের একটি উট ছিল। কোন উট-ই তাকে পেছনে ফেলতে পারত না। এক সময় একজন গ্রাম্য আরব তাঁর উটের পিঠে চড়ে আসল এবং রাসূল স. এর উটনীকে পেছনে ফেলে আগে চলে গেল। এই অবস্থা মুসলমানদের জন্য মনস্তাপের কারণ হয়। তখন রাসূল স. বললেন: আল্লাহ তাআলার নির্ধারণ করে রেখেছেন, পৃথিবীর যেই জিনিস-ই (অহংকারে) সমুন্নত হয়, তাকে আল্লাহ অবনত করে দেন।

_____________________________________________
তথ্য সূত্র: বুখারী- হযরত আনাস থেকে বর্ণিত। [বুখারী, কিতাবুল জিহাদি ওয়াস সিয়া] [মিশকাত-৩৬৯৫]

No comments:

Post a Comment