Saturday, May 28, 2011

‘যা সে ধারণাও করতে পারে না’

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنِّي لَأَعْرِفُ كَلِمَةً ‏ ‏وَقَالَ ‏ ‏عُثْمَانُ ‏ ‏آيَةً ‏ ‏لَوْ أَخَذَ النَّاسُ كُلُّهُمْ بِهَا لَكَفَتْهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيَّةُ آيَةٍ قَالَ ‏ ‏وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ‏ سنن إبن ماجه / ‏كِتَاب ‏ ‏الزُّهْدِ ‏
‏ ‏بَاب ‏ ‏الْوَرَعِ وَالتَّقْوَى

রাসূল স. বলেছেন কোরআনের এমন একটি আয়াত আমি জানি, যদি লোকেরা তার প্রতি আমল করত, তবে وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ তাই তার জন্য যথেষ্ট হত। আয়াতটি ও তারঅর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি তার মুক্তির রাস্তা তৈরী করে দেন এবং এমন জায়গা থেকে রিযক প্রদান করেন, যা সে ধারণাও করতে পারে না।’ [ সূরা তালাক: আয়াত-]
____________________________________________________________________
তথ্য সূত্র: ইবনে মাজাহ- কিতাব-যুহদী

No comments:

Post a Comment