Saturday, May 28, 2011

এক বছর

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَغَسَّلَ وَبَكَّرَ وَابْتَكَرَ وَدَنَا وَاسْتَمَعَ وَأَنْصَتَ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ ‏ ‏يَخْطُوهَا أَجْرُ سَنَةٍ صِيَامُهَا وَقِيَامُهَا ‏سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْجُمُعَةِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏بَاب ‏ ‏مِنْهُ ‏

রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিনে (জামা কাপড়) ধুবে ও গোসল করবে এবং তাড়াতাড়ি প্রস্তুত হয়ে মসজিদে যাবে এবং যানবাহনে না যেয়ে পায়ে হেঁটে মসজিদে পৌছে ইমামের কাছে বসবে, তারপর তাঁর খুতবা শুনবে এবং অনর্থক কিছু করবে না, তার প্রত্যেক পদক্ষেপে এক বছরের আমলের সওয়াব হবে। অর্থাৎ, এক বছরের দিনের রোযা ও রাতের নামাযের সওয়াব হবে।

____________________________________________________________________
তথ্য সূত্র:বুখারী ও মুসলিম , আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ,নাসাঈ, মিশকাত


No comments:

Post a Comment