Tuesday, May 31, 2011

একজন নবী স. কে প্রশ্ন করলো “আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো?”

أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ أَرَأَيْتَ ‏ ‏إِذَا صَلَّيْتُ الصَّلَوَاتِ ‏ ‏الْمَكْتُوبَاتِ ‏ ‏وَصُمْتُ رَمَضَانَ وَأَحْلَلْتُ الْحَلَالَ وَحَرَّمْتُ الْحَرَامَ وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا أَأَدْخُلُ الْجَنَّةَ قَالَ نَعَمْ قَالَ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى ذَلِكَ شَيْئًا ‏
_____________________
صحيح مسلم / كتاب الإيمان‏ ‏بَاب ‏ ‏بَيَانِ الْإِيمَانِ الَّذِي يُدْخَلُ بِهِ الْجَنَّةَ وَأَنَّ مَنْ تَمَسَّكَ بِمَا أُمِرَ بِهِ دَخَلَ الْجَنَّةَ ‏

একজন নবী স. কে প্রশ্ন করলো, আপনার মত যদি আমি সব ফরয নামাযগুলো পড়ি, রমযানের রোযা রাখি, হালালকে হালাল বলে গ্রহণ করি আর হারামকে হারাম জেনে ছেড়ে দেই এবং এর বেশি কিছু না করি, তাহলে আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো?

তিনি নবী স. বললেন “ হ্যা”তারপর লোকটি বলল, শপথ আল্লাহ’র, আমি এর ওপর নিজের পক্ষ থেকে কিছু বাড়াবনা।

_____________________________________________
তথ্য সূত্র: জাবির থেকে বর্ণিত।  [মুসলিম: অধ্যায়- কিতাবুল ঈমান, অনুচ্ছেদ- : যে ঈমানের বদলে জান্নাতে যাওয়া যাবে এবং যে ব্যক্তি (আল্লাহ তাআলার) নির্দেশকে আঁকড়ে ধরেছে সে জান্নাতে প্রবেশ করবে  , হাদিস নম্বর- ১৮]

No comments:

Post a Comment