Tuesday, May 31, 2011

দান, ক্ষমা ও বিনয়

عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ
____________________
صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ
‏ ‏بَاب ‏ ‏اسْتِحْبَابِ الْعَفْوِ وَالتَّوَاضُعِ

রাসূল স. বলেছেনঃ দান সম্পদ কমায় না; ক্ষমা দ্বারা আল্লাহ কোন বান্দার সম্মান বৃদ্ধি ছাড়া হ্রাস করেন না এবং যে কেউ আল্লাহর ওয়াস্তে বিনয় প্রকাশ করে, আল্লাহ তাঁকে উন্নত করেন।

_____________________________________________
তথ্য সূত্র: আবু হুরায়রা থেকে বর্ণিত। [মুসলিম: কিতাবুল বিররি ওয়াস্সালাতু ওয়াল আদাব] [মিশকাত: ১৭৯৫, অধ্যায় দানের মাহাত্ম্য]

No comments:

Post a Comment