Tuesday, May 31, 2011

অযথা কাউকে কাফের বলা!

قال المستبان ماقالا فعلى البادى مالم يعتد المظلوم- رواه مسلم

রাসুল সা. বলেছেন ,যে ব্যাক্তি কাউকে কাফের বলে ডাকে অথবা আল্লাহর শত্রু  বলে, অথচ ( যাকে কাফের ও আল্লাহ তাআলার শত্রু বলা হচ্ছে) সে তা নয়, তখন তার  কথা নিজের দিকে ফিরবে।

____________________________________________________________________
তথ্য সূত্র:[হযরত আবু যার(রা) থেকে বর্নিত] বুখারী ও মুসলিম ,  মিশকাতঃ৪৬০৬ অধ্যায়ঃজিহ্বার সংযম,গীবতগাল-মন্দ প্রসঙ্গে।

No comments:

Post a Comment