Saturday, May 28, 2011

মুজেযা

فى حاجه لهما حتى ذهب من الليل ساعه فى ليله ثديده الظلمه ثم خرجا من عند رسول الله ينقلبان وبيد كل واحد منهما عصيه فاضاءت عصا احدهما لهم حتى مشيا فى ضوءها حتى اذا افترقت بهما  اطريق ا اضاءت للاخر عصاه فمشى كل واحد منهما فى ضوء عصاه حتى بلغ اهله
_____________________
رواه البخرى

একবার হযরত উসাইদ এবনে হুমায়রা ও আব্বাস ইবনে বিশর তাঁদের কোন এক প্রয়োজনে দীর্ঘ রাত পর্যন্ত নবী স. এর সাথে কথাবার্তা চালিয়ে যান। রাতটি ছিল ঘোর অন্ধকার। তারপর যখন তাঁরা রাসূল স. এর কাছ থেকে(বাড়ির দিকে) রওনা হলেন সেসময় তাঁদের প্রত্যেকের হাতে ছোট এক লাঠি ছিল। পথে বের হবার পর তাঁদের একজনের লাঠি প্রদীপের মত আলো বিচ্ছুরণ করতে লাগল। আর তাঁরা সেই লাঠির আলোয় পথ চলতে থাকেন। এরপর যখন তাঁদের দুজনের পথ আলাদা হল, তখন অন্যজনের লাঠিও আলোকিত হয়ে উঠল। শেষে তাঁরা প্রত্যেকেই নিজ নিজ লাঠির আলোয় নিজেদের বাড়ি পৌঁছে গেলেন।

_____________________________________________
তথ্য সূত্র:হযরত আনাসথেকে বর্ণিত। [বুখারী][মিশকাত: ৫৬৯২, অধ্যায়-কারামত সম্পর্কে বর্ণনা]

No comments:

Post a Comment