Tuesday, May 31, 2011

......বরং তিনি (আল্লাহ) তোমাদের হৃদয় ও আমল দেখেন

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ
لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى
قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ
‏_____________________
*تحقيق رياض اصا لحين***
রাসূল স. বলেছেন “ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং তোমাদের আকৃতি দেখেন
না, বরং তিনি তোমাদের হৃদয় ও আমল দেখেন। ”

*_____________________________________________*

*তথ্য সূত্র: আবু হুরাইরাই আব্দুর রহমান বিন সাখর থেকে বর্ণিত।** [তাহকীক,
রিয়াযুস-স্বালিহীন], [বুখারী], [মুসলিম], [তিরমিযী], [নাসাঈ], [আবু দাউদ], [ইবনু
মাজাহ], [আহমাদ], [মালিক] *

No comments:

Post a Comment