Saturday, May 28, 2011

ধৈর্য সবচেয়ে ভাল গুণ

إِنَّ نَاسًا مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏سَأَلُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ ‏ ‏مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنْ الصَّبْرِ
_____________________________
 ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الزَّكَاةِ‏ ‏بَاب ‏ ‏الِاسْتِعْفَافِ عَنْ الْمَسْأَلَةِ
আনসারীদের কিছু লোক নবী স.এর কাছে কিছু চাইলেন, নবী স. তাঁদের কিছু দিলেন, এভাবে তাঁর কাছে যা ছিল তা শেষ হয়ে গেল । তখন তিঁনি বললেন, আমার কাছে যা সম্পদ থাকে আমি তা তোমাদের না দিয়ে কখন জমা করি না । (কিন্তু মনে রেখ ) যে মানুষের কাছে চাওয়া থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাঁকে চাওয়া থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দেনএবং যে মানুষের উপর নির্ভরশীল হওয়া থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাঁকে কারো উপর নির্ভরশীল না করেই রাখেনআর যে ধৈর্য ধরতে চায়, আল্লাহ তাঁকে ধৈর্য ধরার সামর্থ দান করেন। মনে রেখ! ধৈর্য থেকে ভাল ও প্রশস্ততর কোন দান কোন ব্যক্তি লাভ করতে পারে না।  
  _______________________________
তথ্য সূত্র:হযরত আবু সাইদ খুদরী (রা) থেকে বর্নীত। [বুখারী কিতাব-যাকাত] ও মুসলিম [ মিশকাতঃ ১৭৫০ অধ্যায়ঃযার জন্য দান গ্রহন করা হালাল নয় ]

No comments:

Post a Comment