Tuesday, May 31, 2011

বিদেশি ভাষা শেখার গুরুত্ব

‏أَمَرَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ أَتَعَلَّمَ لَهُ كَلِمَاتٍ مِنْ كِتَابِ ‏ ‏يَهُودَ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي وَاللَّهِ مَا آمَنُ ‏ ‏يَهُودَ ‏ ‏عَلَى كِتَابِي قَالَ فَمَا مَرَّ بِي نِصْفُ شَهْرٍ حَتَّى تَعَلَّمْتُهُ لَهُ قَالَ فَلَمَّا تَعَلَّمْتُهُ كَانَ إِذَا كَتَبَ إِلَى ‏ ‏يَهُودَ ‏ ‏كَتَبْتُ إِلَيْهِمْ وَإِذَا كَتَبُوا إِلَيْهِ قَرَأْتُ لَهُ كِتَابَهُمْ ‏
_____________________
سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَطْعِمَةِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي تَعْلِيمِ ‏ ‏السُّرْيَانِيَّةِ

যায়েদ ইবনে সাবেত থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল স. আমাকে সুরিয়ানী ভাষা শেখার জন্য নির্দেশ দিয়েছেন। অন্য একটি রেওয়াতে আছে- তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যেন আমি ইহুদীদের লিখা (ভাষা) শিখে নেই। তিনি আরও বলেছেনঃ অর্ধেক মাস যেতে না যেতেই আমি তা শিখে ফেললাম। ফলে রাসূল স. যখন-ই ইহুদিদের চিঠি দিতেন তখন আমিই লিখে দিতাম। আর ইহুদীরা যখন তাঁকে চিঠি দিত তখন আমি তা পড়ে শুনাতাম।

_____________________________________________
তথ্য সূত্র: যায়েদ ইবনে সাবেত  . থেকে বর্ণিত। [ তিরমিযী, কিতাবুল আতঈমাহ], [মিশকাত ৪৪৫৪, অধ্যায়: সালাম প্রসঙ্গ]

No comments:

Post a Comment