Tuesday, May 31, 2011

রাসূল স. বললেন তোমাদের কেউ যখন জুতো পড়ে, সে যেন ডান পা থেকে আরম্ভ করে

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ ‏ ‏لِيَكُنْ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏اللِّبَاسِ ‏‏ ‏بَاب ‏ ‏يَنْزِعُ نَعْلَهُ الْيُسْرَى ‏

রাসূল স. বলেছেন তোমাদের কেউ যখন জুতো পড়ে, সে যেন ডান পা থেকে আরম্ভ করে, আর যখন খুলবে, তখন তা যেন বাম পা থেকে শুরু করে। যাতে জুতো পড়ার পর ডান পা প্রথমে হয় এবং খোলার সময় তা হয় শেষে।
_____________________________________________
তথ্য সূত্র: হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত। [বুখারী: কিতাবুলবাসি][মুসলিম] , [মিশকাত:৪২১৪]

No comments:

Post a Comment